1 min read
24 Nov
24Nov

১। একটা কচি বেগুন পুড়িয়ে সাথে একটু গুড় দিয়ে রোজ সকালে খালি পেটে খেলে ম্যালেরিয়ার দরুন লিভার বেড়ে যাওয়া কমে টানা ৬ মাস খেতে হবে।
২। প্রতিদিন সকালে ১ টুকরো করে বেগুন খেলে লিভার দোষের জন্য চেহারায় হলদেটে ভাব এলে সেটা ক্রমশ কমে যায়।টানা ১ মাস খেতে হবে।


৩।যাদের ঘুম ভালো হয়না তারা যদি একটু বেগুন পোড়া তে মধু মিশিয়ে সন্ধে বেলা চেটে খান তাহলে অনিদ্রা দূর হয় ।



৪। বেগুনের তরকারি,বেগুন পোড়া, বেগুনের সুপে রোজ যদি একটু হিং আর রসুন মিশিয়ে নিয়ম করে চার সপ্তাহ খাওয়া যায় তাহলে বায়ুর প্রকোপ টি কমেই সাথে যদি বায়ু গোলকের সৃষ্টি থাকে সেটাও কমে যায়।
৫।মহিলাদের অনিয়মিত ঋতু হলে বা কোনো কারণে বন্ধ হয়ে গেলে তারা যদি শীতকালে নিয়ম করে বেগুনের তরকারি বাজরার রুটি এবং গুড় ১ মাস খান তাহলে উপকার পাবেন।অবশ্য যাদের শরীরে গরম বেশি তাদের পক্ষে একটানা না খাওয়াই ভালো।
৬।রোজ রাতে বেগুন পোড়া ১ বছর খেলে প্রস্রাব পরিষ্কার হওয়ার শুরুতে কিডনির ছোট পাথর গোলে গিয়েও মূত্রের সঙ্গে বেরিয়ে যায়


00৭।মুরগির ডিমের সাইজের ছোটো গোল সাদা বেগুন অর্শের পক্ষে উপকারী, তরকারী বানিয়ে ২-৩ মাস খান।
৮।বেগুনের পুলটিস বাঁধলে ফোঁড়া তাড়াতাড়ি পেকে যায়।৩-৫ দিন বেধে রাখুন। মুক্তি পাবেন

৯।বেগুনের রস খেলে ধুতুরা বিষ নেমে যায় ১ কাপ পরিমাণ ১সপ্তাহ খান।

Comments
* The email will not be published on the website.