মিউচুয়াল ফান্ড শুনলে আমরা অনেকেই হয়ত আতকে উঠি আসুন জেনে নিই কি এই মিউচুয়াল ফান্ড।
ইংরেজী মিউচুয়াল শব্দের অর্থ হলো ' সম্মিলিত ' আর ফান্ড শব্দের অর্থ হলো অর্থ বা টাকা। অর্থাৎ মিউচুয়াল ফান্ড কে এক কথায় বলতে পারেন সম্মিলিত অর্থ । যদি আরও বিস্তারিত বলা হয় তার মানে হবে অনেকের মিলিত অর্থ।
ধরে নেওয়া যাক আপনি এবং আপনার কিছু বন্ধু মিলিত হয়ে একটি লোগ্নিকারক সংস্থা স্থাপন করেছেন আর আপনারা আসে পাশে থাকা কিছু বড় কোম্পানিতে লগ্নি করেন এবং সেই বড় কোম্পানি গুলো বাৎসরিক যা আয় করে আপনারা তার লভ্যাংশ লাভ করেন । তারপর আপনাদের লভ্যাংশ আপনারা সব বন্ধুরা আনুপাতিক হারে ভাগ করে নেন। আর যদি সেই বড় কোম্পানি গুলো লোকসান করে সেই লোকসানের আনুপাতিক লোকসান। আপনারা শিকার করেন।আশা করি এইটুকু বোঝাতে পেরেছি।
এইবার আসি আসল কথা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। আপনারা যেই ভাবে আপনাদের আসে পাশের কোম্পানি গুলিতে অর্থ বিনিয়োগ বা লগ্নি করেছিলেন একই ভাবে বিভিন্ন মিউচুয়াল ফান্ড সাধারণ লগ্নিকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং বিশেষ অনুসন্ধান ও তদন্তের পর দেশের বিভিন্ন কোম্পানিতে অর্থ নিবেশ করে। এক কথায় বলা চলে আংশিক মালিকানা গ্রহণ করে এবং কোম্পানিগুলো যেভাবে তাদের উন্নতি বা লোকসান করে মিউচুয়াল ফান্ড গুলিও একই ভাবে প্রফিট বা লস প্রদান করে।
বলেরাখা ভালো মিউচুয়াল ফান্ড গুলি অনেক বিশ্লেষণ ও অনুসন্ধান করেই আপনার আমার টাকা নিবেশ বা লগ্নি করে। আর ভারতবর্ষে এই মিউচুয়াল ফান্ড গুলির গঠন থেকে শুরু করে প্রত্যেকটি কাজের ওপর নজদারি রাখে সিকিউরিটিজ অ্যান্ড একসচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি(SEBI)। সেবি হলো একটি রেগুলেটরি বা নিয়ামক সংস্থা ।
অর্থাৎ বলা চলে আপনার নিয়োগ করা অর্থ সরকারি নজরদারিতে থাকে। বর্তমানে ভারতবর্ষে মোট ৪৪( চুয়াল্লিশ) টি মিউচুয়াল ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠান আছে। এরা সবাই সেবির নিয়ম অনুযায়ী কাজ করে।
পরবর্তী সময় মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো। যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জাাবেন।