1 min read
09 Nov

শোনা যাচ্ছে ভক্তদের অনুরোধ রাখতে চলেছে জী বাংলা , মিঠাই ধারাবাহিকে বিরাট পরিবর্তন আসতে চলেছে
সোশ্যাল মিডিয়া তে প্রায় দেখা যায় মিঠাই ধারাবাহিকের সমালোচনার ঝড়। মিঠাই ধারাবাহিকের প্রতি নতুন মোর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর পাঁচটা ধারাবাহিকের থেকে অনেকটাই টিআরপি তালিকায় এগিয়ে ছিল মিঠাই ।
তবে সোনা যাচ্ছে টিআরপি তে অনেকটাই পিছিয়ে যাচ্ছে মিঠাই ধারাবাহিক ।তাই গল্পের মধ্যে নির্মাতারা আনতে চলেছে নতুন মোড়। মিঠাই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ মিঠাই সদ্য জন্ম দিয়েছে তার পুত্র সন্তান যার নাম দেওয়া হয়েছে তার বাবা সিধ এবং মা মিঠাই এর নাম অনুসারে সিধাই।এছাড়া আরো এক পরিবর্তন আনছে নির্মাতারা যা মিঠাই ভক্তদের জন্য সুখবর।

সোনা যাচ্ছিল এক বড়সড় পরিবর্তন আসতে চলছে।কিছু বছর আগের গল্প আনবে নির্মাতারা। সম্ভবত মিঠাই এবং সিড এর সাথে দুর্ঘটনা হওয়ার সম্ভবনা রয়েছে।বাদ যাবে কিছু চরিত্র তাদের প্রিয় দাদু ঠামির চরিত্র। ভক্তদের মনে এই নিয়ে খুব মন খারাপ ।

সোশ্যাল মিডিয়া তে সকল ভক্তদের আবদার জানো কনভাবেই তাদের প্রিয় দাদু ঠামি কে না সরানো হয়।ভক্তদের সেই আবদার অবশেষে রাখলো নির্মাতারা।যে ভাবে দ্রুত গতিতে এগোচ্ছে মিঠাই এর প্রেগনেন্সি থেকে থেকে শুরু করে সবটা।সোনা যাচ্ছে তার পুত্র সন্তান সিধাই এর বড় হওয়া টা খুব শিগগিরই দর্শক দেখতে পারবে।এছাড়া দর্শকের প্রিয় জুটি গুলো অপরিবর্তিত থাকবে আপাততো তাই আপাতত মিঠাই এর প্রিয় হওয়া  তালিকায় শীর্ষে আবার খুব শীঘ্রই পৌঁছে যাবে আশা রাখছে মিঠাই এর নির্মাতা।  

Comments
* The email will not be published on the website.