বর্তমানে বিনোদন জগতের শিরোনামে রয়েছে সালমান খান এর শো বিগ বস 16।যার মধ্যে রয়েছে আমাদের বাঙ্গালী কন্যা টিনা দত্ত।তবে শুধু মাত্র বিগ বস থেকেই নয় তিনি শিশু কাল থেকেই বিনোদন জগতে যুক্ত ।আসুন জেনে নিই এই বাঙ্গালী কন্যা সম্পর্কে।
টিনা দত্ত জন্ম গ্রহণ করে 27th November 1991 এ কলকাতা তে। কলকাতার মেঘমালা রয় এডুকেসান স্কুল এবং St. Paul's Boarding & Day School তিনি পড়াশোনা করে। পড়াশোনার ফাঁকে তিনি অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখাতে থাকে।
টিনা তার ক্যারিয়ার শুরু করে টিভি সিরিয়াল সিস্টার নিবেদিতা(১৯৯৬) থেকে যেখানে তিনি একটি শিশু চরিত্রে। এরপরের বছর বাংলা (১৯৯৭) চিরঞ্জিত অভিনীত পিতা মাতা সন্তান মুভি তে চিরঞ্জিত এর মেয়ের চরিত্রে অভিনয় করে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঐশ্বর্য রাই, রাইমা সেন অভিনীত চোখের বালি(২০০৩) মুভি তে মনোরমা চরিত্রে অভিনয় করেছেন তিনি।সাইফ আলী খান , বিদ্যা বালান অভিনীত পরিণীতা (২০০৫) ছোটোবেলার ললিতার চরিত্রে অভিনয় করেন।রাজ চক্রবর্তীর পরিচালনায় চিরদিনই তুমি যে আমার (২০০৮)মুভি তে নায়িকার প্রিয় বান্ধবীর ভূমিকায় তিনি অভিনয় করেন।
এগুলো ছিল তার সিনেমার অভিনয়।তার অভিনীত একটি ওয়েব সিরিজ হলো নকশাল বাড়ি(২০২০) যেখানে কেতকী চরিত্রে অভিনয় করেছেন
টিনা টিভির ছোটো পর্দায় ও অনেক কাজ করেছেন সিস্টার নিবেদিতা ধারাবাহিক (১৯৯৬) শিশু চরিত্র।খেলা ধারাবাহিক (2007) হিয়া,দূর্গা ধারাবাহিক (২০০৮) কুমকুম রয় চৌধুরী।এছাড়া বাংলা হাস্য কৌতুক আই laugh ইউ তে তিনি কাজ করেন।
এরপর টিনা হিন্দি জগতে পা রাখেন, সবচেয়ে বেশি পরিচিতি পায় Colors টিভি সিরিয়াল উত্তরণ(২০০৯-২০১৫) থেকে যেখানে তিনি ইচ্ছা বলে পরিচিতি পায় এবং প্রচুর জনপ্রিয়তা লাভ করে এই ধারাবাহিক টি।এছাড়া হিন্দি হরর koi aane ko hai (২০০৯) ভুতুড়ে ধারাবাহিকে কাজ করেন। কর্মফল দাতা শনি (২০১৭-২০০১৮) দামিনী চরিত্রে অভিনয় করেন ।এছাড়া জনপ্রিয় dayan সিরিয়াল এ (Janvi) চরিত্রে কাজ করেন।
টিনা দত্ত তার ক্যারিয়ার এ প্রচুর রিয়ালিটি শো করেন যার মধ্যে ছিল Box cricket league(2015), Box cricket league 4, Fear factor,khatron ke Khiladi 7 (2016), bigg Boss season 5,(2005), comedy circus (2009), comedy nights with Kapil (2012),jhalak dikhlaja season 7(2014), comedy classes(2015), comedy night bachao(2016),Bigg boss 14(2021)।
অর্থাৎ বলায় চলে তিনি প্রতিভাবান অভিনয় করার সাথে সাথে নিজের পরিচয় ও দক্ষতা বাড়িয়ে চলছেন। এমন বহুমুখী প্রতিভাবান মানুষ কে সকলের কুর্নিশ।।