আবারো বলিউড এ এলো সুখবরঘর আলো করে এলো ফুটফুটে সন্তান।মা হলেন বঙ্গকন্যা বিপাশা বসু
বিপাশা - করন এর ঘর আলো করে এলো তাদের প্রথম সন্তান। উচ্ছসিত তারকা দম্পতি।নতুন সদস্য এসেছে তাদের ঘর আলো করে।
কিছুদিন আগেই কাপুর পরিবারে ভূমিষ্ট হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট এর কন্যা ।এই সুখবর এর মাঝেই এলো আরও এক সুখবর ।
কিছুদিন আগেই বিপাশা জানিয়েছিলেন যে নিজেকে খুব যত্নে রাখছে সে, এবং তার স্বামী করন ও তাকে চোখে চোখে রাখছিলেন কোনো কাজ তাকে করতে দেননি। চিকিৎসক দের পরামর্শ মতোই চলাফেরা করতেন তিনি।বিপাশাকে বেশি চুপচাপ দেখলেই দুশ্চিন্তা করতেন করন।
কিছুদিন আগেই বিপাশা তার স্বাদ এর অনুষ্ঠান ছবি শেয়ার করেন তার সঙ্গে সঙ্গে তার সাথে হওয়া পাঁচ রকমের ভাজা এবং মাছ এবং মিস্টি ।পুরো বাঙ্গালী রীতি অনুযায়ী পালন হয়েছে স্বাদ এর অনুষ্ঠান। নজর কাড়া আয়োজন করেছিল তার। সেখানে তার সহপাঠি দের সঙ্গে আনন্দে মেতেছিলেন তিনি ।যার পুরোটাই আয়োজন করেছিলেন করন।
Alone