বলিউডের দাবাং সালমান খান কে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। কেবল যে ভারত এ তার ফ্যান তা কিন্তু নয় ,নেই পুরো বিশ্বে তার কোটি কোটি ফ্যান আছে। ভারতের সাথে সাথে বিদেশে আমার অনেক ভক্ত রয়েছে।শুধু মাত্র তার ফ্যান দের কাছেই সে প্রিয় নয় সে তার পরিবারের ও খুব প্রিয় একজন সদস্য। সালমান খান, তার দুই ভাই ,তার পিতা সেলিম খান , এবং তার দুই মা সালমা আর হেলেন এবং তাদের সকলের সবচেয়ে প্রিয় ও আদরের দুই বোন আলভিরা খান আর অর্পিতা।সালমান খান এই দুনিয়া তে সবচেয়ে বেশি এই দুজনকেই ভালোবাসে।
তবে কিছু অজানা সত্যি যা আমরা অনেকেই জানিনা তাদের প্রিয় বোন অর্পিতা কে নিয়ে। এটা সত্যি যে অর্পিতা সালমান খানের নিজের বোন নয়। প্রায় তাদের সমালোচনা খবরের শিরোনামে উঠে আসে।
আজকে আমরা অর্পিতা কে নিয়ে কিছু অজানা ইতিহাস জানাবো।সালমন খানের বাবা সেলিম খান অর্পিতা কে দত্তক নিয়েছিলেন।আমরা জানাবো কি ভাবে খান পরিবারে অর্পিতা প্রবেশ করেছিল।
আমরা জানি সালমান খান এর পরিবার আগে থেকেই পূর্ণ ছিল তার পিতা,তার দুই মা,দুই ভাই,এবং এক বোন আলভিরা ।কিন্তু হটাৎ কি এমন হলো যে আরো একজন কন্যা সন্তান তাদের দত্তক নিতে হলো।
সোনা যায় যে সালমান খান এর পিতা সেলিম খান রোজ মর্নিং ওয়াক এ যেতেন এবং সেখানেই একজন ভিখারিনী তার ছোটো কন্যা সন্তান কে নিয়ে ভিক্ষা করছিল এবং তাই দেখে সেলিম খানের খুব দয়া হয় এবং তাদের জন্য রোজ খাবার নিয়ে যেতে থাকে।কিন্তু হঠাৎ একদিন এসে দেখেন যে তার মা মারা গেছে আর তার পাশে বসে তার কন্যা সন্তান খুব কান্না করছে।তাই দেখে আর দেরি না করে বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং সাথে করে নিয়ে যায় এবং দত্তক নেন। সেলিম খান এবং সালমান খান অর্পিতা কে তাদের পরিবার এর লাকি চাম মানে।
।
এরপর যখন খান বাড়ির সবাই তার জানতে চান তখন বাচ্চাটি তার নাম অর্পিতা জানায়।এরপর থেকে খান পরিবারের একজন হয়ে সে বড়ো হতে থাকে ।তার সকল প্রয়োজন পড়াশোনা, ক্যারিয়ার,বানাতে এক পাও পিছু সরেনি খান পরিবার। তাদের প্রিয় মেয়ে এবং বোন হিসেবেই সে গণ্য হয়।
অর্পিতার ধর্ম খান পরিবার কোনো দিন পরিবর্তন করেননি।হিন্দু রীতিনীতি মেনে আনুষ্ঠানিকভাবে তার বিবাহ দেন খান পরিবার। অর্পিতার বিয়েতে সালমান খানের পরিবারের সকল কেউ চোখে জল আসতে দেখা যায়। তাদের মা হেলেন অর্পিতা কে দত্তক নেন ঠিকই কিন্তু সে ছিল পুরো পরিবারের জীবন ।
অর্থাৎ বলায় চলে যে খান পরিবার ছিল অত্যন্ত দয়ালু ।তাই আমাদের তরফ থেকে খান পরিবার কে প্রণাম।