1 min read
17 Nov
17Nov

 কৈলাস পর্বত পৃথিবীর এমন একটি পর্বত যার রহস্য আজও সঠিক ভাবে কেউ জানতে পারিনি। আজও এই পর্বতে কোন সাধারণ মানুষ আরোহণ করতে পারেনি। এই পর্বত নিয়ে বিজ্ঞানী দের আলোচনার শেষ নেই।কিন্তু সোনা যায় যে কৈলাস পর্বত টি ভেতরে ফাঁপা।শুনে অবাক লাগলেও এরকমই জানা গেছে অনেক গবেষণার পরে। কতটা সত্য  কতটা   মিথ্যা কী ভাবে একটা পর্বত ভিতর থেকে ফাঁপা হতে পারে?



কথিত আছে স্বয়ং মহাদেব তার স্ত্রী দেবী পার্বতী তার সন্তানদের নিয়ে বাস করে কৈলাসে ।আবার বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম আলাদা দৃষ্টি তে দেখেন । কৈলাস যেমন দূর থেকে সুন্দর তেমনি কাছে গেলে আরো এক রূপ দেখা যায়।' মাউন্ট এভারেস্ট' পৃথিবীর সকল পর্বত এর থেকে উচ্চতম পর্বত যা জয় করা হয়েছে বহু বছর আগেই। প্রচুর সংখ্যক মানুষ এই পর্বত জয় করে ফেলেছে।কিন্তু তার থেকে কম উচ্চতার কৈলাস কেন আজও আরোহণ করা সম্ভব হয়ে উঠেনি সেটা আজও সঠিক ভাবে কেউ জানতে পারিনি।


বহুকাল থেকেই এই পর্বত কে নিয়ে বিজ্ঞানী দের দ্বারা গবেষণা করা হচ্ছে । সামনে এসেছে বহু তথ্য । পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছে যে এই পর্বত ভেতর থেকে ফাঁপা। বিজ্ঞানী র আগেও বুঝতে পেরেছেন যে কৈলাস পর্বত আগে থেকে ভীষণ পরিমাণ 'রেডিও অ্যাক্টিভ' ।এবং এই 'রেডিও অ্যাক্টিভিটি ' সব দিকে ভীষণ ভাবে ছড়িয়ে আছে। হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস তাদের পবিত্র স্থান । ' বেদ ' এও এর উল্লেখ পাওয়া যায়।কেবল মাত্র পবিত্র সৎ ব্যাক্তি এই পর্বতে আরোহন করতে পারবেন।



অনেকে বলেন কৈলাস পর্বত প্রাকিতিক ভাবে সৃষ্ট নয়, মনুষ্য দ্বারা এর সৃষ্টি ।যেমন মিশরীয় পিরামিড যা ভেতর থেকে ফাঁপা এবং এর মধ্যে মিশরীয় মানুষের ' মমি' রাখতো।এবং তাদের দেবতাদের মূর্তি রাখতো।তবে কৈলাস এর জন্ম লক্ষ্য বছর আগেই । কলোনুসারে এর অনেক পরিবর্তন ঘটেছে ।বিজ্ঞানী দের মতে এই পর্বত ধীরে ধীরে আরও কঠিন হয়ে যাচ্ছে।



আপনারা নাসার ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন যে এখনো অবধি তারা তাদের গবেষণা করে চলছে কৈলাস পর্বত কে নিয়ে ।এটি সব আলোচনার শীর্ষে থাকে।'নর্থ পোল ' থেকে ৬ হাজার ৬৬৬ কিমি দূরে এবং 'সাউথ পোল ' থেকে ১৩ হাজার ৩৩২ কিমি দূরে অর্থাৎ একদম দ্বিগুণ যা সত্যিই ভাবার বিষয় ।তবে কৈলাস কি পৃথিবীর কেন্দ্র?


একজন বিজ্ঞানী জানান যে "কৈলাসে একটা শহর লুকিয়ে আছে,এই পর্বতের নিচে লুকিয়ে আছে এক শহর "। সাধারণ দুনিয়া থেকে দূরে রাখার জন্যই এই পর্বত এর সৃষ্টি।কৈলাস এর চূড়ায় নাকি ঐ শহরে যাওয়ার রাস্তা। এরই সঙ্গে রাশিয়ান কয়েকজন গবেষক জানান সহমত জানান এবং বলেন কৈলাস ভেতর থেকে ফাঁপা।শত শত ছোটো পর্বতের কেন্দ্রে রয়েছে কৈলাস।



সূর্য ডোবার সময় দেখা যায় অদ্ভুত দৃশ্য পর্বতের ছায়া টি সস্তিক চিহ্ন এর আকার ধারণ করে যা পবিত্রতা ও শুভ কিছুর প্রতীক।


অনেকে জানান যে এই পর্বত নাকি স্থান পরিবর্তন করে।কৈলাস নিয়ে আলোচনার শেষ নেই।এমন কিছু অজানা তথ্য আজও মানুষ জানে না।আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

 

Comments
* The email will not be published on the website.