1 min read
16 Nov
16Nov

আপনারা কি জানেন পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন টি কেনো ৫০ বছর ধরে ফাঁকা পড়ে আছে??


অযোধ্যা পাহাড়ের একেবারে পাশেই পুরুলিয়ায় এই ছোট্ট স্টেশন টি অবস্থিত | এমনি তাছাড়া স্টেশন টির চারিদিকের পরিবেশ খুব সুন্দর দেখার মতো কিন্তু তাও একটা অজানা আতঙ্ক ছড়িয়ে রয়েছে চারিদিকে কারণ সেই ৫০ বছর ধরে ফাঁকা পড়ে আছে কারোর যাওয়া আসা নেই তেমন .... সবার কাছে এটি একটি "ভূতুড়ে স্টেশন "নামে পরিচিত ।

প্রতীকী ছবী



পাকা ইমারতের তৈরি স্টেশন টা আর বিল্ডিং তা তাছাড়া রেল কোয়ার্টার গুলি ও রয়েছে। আর রেল মানচিত্র এ এই স্টেশন টির নাম বেগুনকোদর ... একসময় এই স্টেশনে বড় লাগগোড়া বাজার ছিল কিন্তু সেগুলো এখন সবই অতীত ... রেল লাইনের ধারে সারারাত পরে থাকে হানাবাড়ির মতো পুরুলিয়া জেলার কোটশিলা এই বেগুনকোদর স্টেশন টি...

প্রতীকী ছবী



অনেক বছর আগে শোনা গেছে যে এই বেগুনকোদর স্টেশন এ মাঝরাতে এই স্টেশন এর মাস্টার ও তাঁর স্ত্রী ওই মধ্য রাতেই খুন হন .. পরে স্টেশন এর কাছাকাছি একটা কুয়োর পাশে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। আর এই ঘটনা টি হওয়ার পর থেকেই নাকি বিভিন্ন রকমের কার্যকলাপের সূচনা হয়.....

প্রতীকী ছবী




জানা যায় নাকি এই ঘটনার পর থেকেই এই স্টেশন এ যেই রেলকর্মী গুলো ছিল সব পালিয়ে অন্য কোথায় ও চলে গেছিল....আর ফাঁকাবাড়ির মতো পড়ে থাকে এই বেগুনকোদর স্টেশন টি কারোর যাওয়া আসা না থাকায় বন্ধ হয়ে যায় এই স্টেশন টি....আর স্টেশন পাশের বিল্ডিং ও পাকা স্টেশন টি এই ভাবেই পড়ে থাকে বছরের পর বছর ....

Comments
* The email will not be published on the website.